https://sotiksomay.blogspot.com/2021/03/blog-post_27.html |
বাবা যে শুধুই একাই সন্তানের জন্য কাঁদে সঠিক নয় কারণ মা ও সন্তানের জন্য কাঁদে একটি সন্তানের জন্মের পর থেকে বাবা-মা দুজনেই আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে.শুধু বাবা ছাড়া নয় তেমনি শুধু মা ছাড়া নয়. মা-বাবা দুজন সমানভাবেই তার অংশীদার। পৃথিবীতে খুব কম সংখ্যক সন্তান রয়েছে যারা নিজের বাবা-মাকে নিজেদের সাথে রাখে অধিকাংশের সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমের অথবা অন্য কোথাও রাখে কেননা তাদের স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস ম্যাচিং করে না .কথাটা তেতো হলেও সত্য
একটি সন্তানকে স্কুলে ভর্তি হয়ে যায় যখন তখন মা নামক সেই মায়াবী প্রাণীটি সাজিয়ে গুজিয়ে ইস্কুলে পাঠানোর জন্য রেডি করে দেয়। বাবা নামক সেই বটগাছটি সে সন্তানটিকে স্কুলে পৌঁছে দেয় এবং স্কুলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় কিংবা বই-খাতা কিনে দেয়। নিজেই নিজের কাঁধে করে নিয়ে পৌঁছে দেন। ছুটির পর আবারও বাবা নিয়ে আসেন বাড়িতে।
মা সুন্দর করে তার বই-খাতা গুলো গুছিয়ে রেখে পরিপাটি করে খেতে দেয়
যখন সন্তান বড় হয় তখন এসব কথা সন্তান ভুলে যায়
মা বাবার কষ্টের কথা ভুলে যায়
শুধু তখন অন্য কোন নেশায় আসক্ত হয়
হতে পারে সেটা হাজারো রকমের হাজারো কিছু রহস্যময় ঘটনা
সন্তান বড় হওয়ার পর মা বাবা চায় সন্তান যেন তাদেরকে একটু আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখে
হতভাগা সেই সম্মান করে না যতটুকু প্রাপ্য তার মা-বাবা
আফসোসযেন এত কষ্ট তাদের সন্তানকে লালন পালন না করে
তারা যেন সন্তানকে কষ্টে মানুষ না করে বরঞ্চ সন্তানকে কষ্ট দেয়
কেন তখন বুঝবে সন্তান পালন করা কত কঠিন
মা-বাবার অবদান তুমি যেখানে যাও না কেন সেখানেই অতুলনীয়
সব সময় মা-বাবার দোয়া সবসময় তোমার পাশেই থাকবে
পৃথিবীতে যদি আল্লাহ কে বিশ্বাস করে থাকো তাহলে এটাও বিশ্বাস করতে হবে তারপরে মা বাবার স্থান।
..প্রিয় বন্ধুরা আমার একটি ওয়েবসাইট আসে
যেখানে আপনাদের পছন্দের গাড়ি /বাড়ি কিংবা পছন্দের দোকান, অফিস ,পার্কিং প্লেস ভাড়া দিতে চান কিংবা ভাড়া নিতে চান
[বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশের যে কোন প্রান্তে]
তাহলে এই ওয়েব সাইটটি ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ
No comments:
Post a Comment