Saturday, March 27, 2021

বাবা বড় আজব প্রাণী

পৃথিবীতে কেউ চির অমর নয় প্রত্যেককে চলে যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে তবুও মানুষ বাঁচতে চায়  কারো ভালোবাসা ;কারো মায়া মমতা; আদর স্নেহ কিংবা কারো প্রতি কারো ভালো লাগা থেকে। পৃথিবীতে মানুষের মানুষের এত মিল সুধু ভালো বাসা থেকে. 

 কিন্তু বাবা নামক যে আজব প্রাণী রয়েছেতিনি  কখনো কাউকে ভালোবাসে না তবে ভালোবাসার থেকে যদি বড়ো কিছু থেকে থাকে সেটা করে   তাদের ভালোবাসা উপলব্ধি করা যায় তবে  তাদের অনুপস্থিতিতে।  কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না. তেমনি বাবা হাজারো কষ্টের মাঝে বাবা নামক বটগাছটি যখন মাথার উপরে থাকে কখনোই মানুষ দীর্ঘনিঃশ্বাস ফেলতে পারে কিন্তু যখন তিনি থাকবে না তখন বুঝতে পারবে আসলে তিনি কে  সিলেন। বাবারা কখনো কাঁদে না তবে প্রতিনিয়তঃ তারা সংগ্রাম করেই চলে. তাদের এই সংগ্রামের মাধ্যমেই তাদের সন্তানেরা সুখে থাকে। কিন্তু অনেক সময় সেই সন্তানেরা তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে পারেননা।  যদিও বুঝতে পারে তবে সময় থাকেনা। তখন হয়তোবা বাবারা চলে যায় পরপারে।
 প্রত্যেক সন্তানের উচিত তাদের বাবার  সবসময় সেবা-যত্ন করা  কেননা পৃথিবীতে তাদের মাধ্যমে তাঁর সন্তানের আগমন ঘটে পৃথিবীর মায়া মমতা দিয়ে সন্তান মানুষ করার জন্য শুধু সন্তানের ভালোবাসা
একটি সন্তানের উচিত বটগাছ বাবা নামক বাবার  সেবা যত্নারা
 আত্মকাহিনী next part  

waiting for new blog........please open this photo and read 2nd part of this story 

 

https://sotiksomay.blogspot.com/



No comments:

Post a Comment

The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...