Thursday, June 24, 2021
অবুঝ ভালোবাসার গল্প
তাহলে পরীক্ষার পর সার্টিফিকেট পাওয়া
পর্যন্ত
অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এতো
বছর অপেক্ষা করলাম। আর মাত্র কয়েকটা মাস
থাকতে পারবো না? বন্ধুকে ধন্যবাদ দিয়ে
খেলার
মাঠে গিয়ে বসলাম। অনেকেই খেলছে। ছোট
বড় সবাই। কি জানি একটা মনে হতেই তিথির
বাসার দিকে
তাকালাম। দেখি বেলকনি থেকে আমার
দিকে
তাকিয়ে আছে। আমাকে ওর দিকে তাকাতে
দেখে একটু হাসি দিল। তখন মনে হলো ওটা
একটা
নিষ্পাপ মেয়ের হাসি। যা শুধু আমার জন্যেই
লেখা
আছে। আমি যে তিথিকে ভালবাসিনা তা নয়।
আমিও
ওকে খুব ভালবাসি। কিন্তু আমার এই
ভালবাসার কোন
ভবিষ্যৎ নেই। তাই ইচ্ছে করলেও ওকে মনের
কথা বলতে পারিনা। সে যাই হোক অনেক
কষ্টে
এক বছর কাটিয়ে চাকরী জুটিয়ে নির্দিষ্ট
দিনে ব্যাগ
গুছিয়ে বাড়ি থেকে বের হলাম। একবার
তিথিকে
দেখার খুব ইচ্ছে হলো। তাই ওর বাসার সামনে
গিয়ে দাড়ালাম। নিচে থেকে একটা ঢিল ছুড়ে
মারলাম।
একটু পরে তিথি এসে নিচে আমায় দেখে
অবাক
হয়ে যায়। আমাকে দাড়াতে বলে ও
তাড়াতাড়ি করে
নিচে নেমে এলো। ও ভাবতেই পারেনি আমি
ওর
সাথে এভাবে দেখা করবো। আমার হাতে
ব্যাগ
দেখে বলল, "ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো?"
আমি বললাম, "অনেক দুরে চলে যাচ্ছি। শেষ
বার
তোমাকে দেখতে ইচ্ছা হলো। তাই দেখতে
এলাম।"
__শেষ বার মানে?
__আর কখনো ফিরে আসবো না। তাই।
__আমাকে ভালবাসো?
__অনেক।
__তাহলে ফেলে চলে যাচ্ছো কেন?
__তোমাকে নিয়ে যাওয়ার সাহস নেই তাই।
__আমাকে ছাড়া থাকতে পারবে?
__না। তবে চেষ্টা করবো। চেষ্টা করতেই
হবে।
__থাক। আর কিছু ত্যাগ করতে হবেনা। আমিও
তোমার সাথে যাবো।
__সত্যি যাবে?
__হ্যা পাগল সত্যি।
__তোমার বাবা মা কিছু বলবেনা?
__আমিও তোমার মতো লুকিয়ে যাব। কেউ
জানবেনা।
__আচ্ছা চলো।
দুটি বন্দি পাখি খাঁচা মুক্ত হয়ে নিজেদের
দুনিয়ায়
নিজেদের ইচ্ছামত বাঁচতে চায়। যেখানে কোন
বাধা দেওয়ার মানুষ নেই। কষ্ট দেওয়ার মানুষ
নেই।
এবার তারা তাদের দুনিয়া নিজেরাই গড়ে
তুলবে।
যেখানে শুধু দুজনের প্রতি ভালবাসা থাকবে।
দুনিয়ার
সব ভালবাসা গুলো এভাবেই বেঁচে থাকুক। আমার গল্প গুলো পড়ে আমার পাশে থাকবে সবসময় ধন্যবাদ
Subscribe to:
Post Comments (Atom)
The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...
-
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...
-
তাহলে পরীক্ষার পর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এতো বছর অপেক্ষা করলাম। আর মাত্র কয়েকটা মাস থাকতে পারবো না? বন্ধ...
-
নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইল। বাঙ্গাল...
No comments:
Post a Comment