Thursday, December 30, 2021
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল
ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)
সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে মেধাবী এ শিক্ষার্থীর। বিষয়টি নজরে
এলে তার পাশে দাঁড়ান মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।
সাইদুলকে ভর্তির জন্য ব্যক্তিগতভাবে নগদ ২০ হাজার টাকা দেন তিনি। খোঁজ নিয়ে জানা
যায়, আব্দুল কাদের উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাইদুল ইসলামের ছেলে। তিন ভাই বোনের
মধ্যে কাদের দ্বিতীয়। ছোটবেলা থেকেই কাদের ছিলেন মেধাবী। স্থানীয় কুমরগঞ্জ উচ্চ
বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২০ সালে
কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান।
২০২০-২১
শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫২২তম হয়ে
‘ইংরেজি ভাষা’ বিষয়ে ভর্তির সুযোগ পান। নাইদুলের বাবা সাইদুল ইসলাম প্রতিবন্ধী।
তিনি অতিকষ্টে ধারদেনা করে কাদেরের পড়াশোনার খরচ বহন করেছেন। কিন্তু কয়েক বছর আগে
তিনি অসুস্থ হয়ে পড়েন। ধারদেনা করে কোনোরকম সংসার চললেও সন্তানদের পড়াশোনার খরচ
জোগাড় করতে পারছিলেন না। পরিবারের অভাব অনটনে কাদের এসএসসি পরীক্ষা পাস করার পর
থেকে নিজের পড়াশোনা চালাতে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাতে শুরু করেন। প্রতিদিন একটি
ভাঙা সাইকেল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে টিউশনি করিয়ে লেখাপড়া করে এইচএসসি
পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে
থাকেন। মেধার যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তির সুযোগ পান। কিন্তু
তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় করা সম্ভব নয়। এতে কাদেরের স্বপ্ন ভেঙে পড়তে
শুরু করে। অনিশ্চিত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি। বিষয়টি জানতে পারেন
মিঠাপুকুরের ইউএনও ফাতেমাতুজ জোহরা। তিনি তাকে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে নগদ ২০
হাজার টাকা তুলে দেন। ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে যোগাযোগ করার জন্য বলেন ইউএনও।
ধন্যবাদ । অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।💜🌺
Subscribe to:
Post Comments (Atom)
The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...
-
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...
-
তাহলে পরীক্ষার পর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এতো বছর অপেক্ষা করলাম। আর মাত্র কয়েকটা মাস থাকতে পারবো না? বন্ধ...
-
নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইল। বাঙ্গাল...
No comments:
Post a Comment