Monday, March 22, 2021

পৃথিবীর মানুষ বড়ই আজব

 কেউ কারো জন্য থেমে থাকে না তবুও কারো জন্য কিছু আশা করে থাকে। কিন্তু সে ব্যক্তি হয়তো সেটা বোঝে না. যদিও বোঝে সময় মত না  যখন বুঝে তখন আর ফিরে পাওয়া আর কোনো সম্ভাবনা থাকেনা। কারণ সময়ের সংকীর্ণতার কারণেই সে চলে  যায় দূর আকাশের ত্রিভুবনে। সেই না ফেরার দেশে। মানুষকে আপন করে ভাবলেই আপন  হবে তার কোন প্রমাণ নেই। তবে তাকে আপন না ভাবার কোন অবকাশ নেই জানি আমার কথাগুলো হয়তোবা। অনেকের মনে আঘাত লাগতে পারে তবে এটাই বাস্তবতা যখন তোমার  দুহাত ভরে টাকা থাকবে তখন তোমার আশেপাশে হাজার বন্ধু কিন্তু তুমি যদি ভেবে দেখো যখন তোমার হাতে কোনো টাকা পয়সা ছিল না কিংবা তোমার কোন মোহো ছিল না তখন  তোমার ক্ষমতা ছিলনা তোমার কোন অধিকার ছিলনা তখন তোমার আশেপাশে কেউ ছিলনা

আজ তোমার অর্থ আছে তো তোমার কাছে বন্ধু আছে আজ তোমার আশেপাশে হাজারো লোক আসবে তোমাকে বলবে তোমাকে আরো কত কি দিয়ে বোঝাবে যে তারাই তোমার আপন জন তোমার আপন নয় তারা  তোমার অর্থের লোভেই তোমার সাথে সম্পর্কে আকৃষ্ট হয়ে তোমার বন্ধুর মধ্যে রয়েছে বন্ধুদের সে যে তোমার আপদে-বিপদে সুখ-দুঃখে সমানভাবে ভাগ নিয়ে তোমার আশেপাশেই সারাক্ষণ থাকবে সব সময় তোমার প্রয়োজনটা সে দেখবে


মানুষ স্বয়ং সৃষ্টিকর্তার সাথে বিজনেস করতে চায় উপরওয়ালা কে বলে তুমি আমাকে এটা দিলে আমি তোমার দরবারে এটা দেবো। তাহলে একবার ভেবে দেখো তোমার সাথেই তোমার আশেপাশের লোকজন কিনা কি করতেসে  যেমন মনে করো নিজের মা-বাবাকে দিবে ভাবো যদিও ভাবাটা ঠিক নয় তবুও আমি ভাবতেছি কারণ পৃথিবীতে আজব কিছু মানুষ রয়েছে যারা নিঃসন্দেহে অন্যের ক্ষতি করা ছাড়া অন্য কিছু ভাবতেই পারেন একজন পিতা মাতা সন্তান জন্ম দেওয়ার পর ছোট থেকে মানুষ করে বড় করে তোলে কারণ তারা যেন বৃদ্ধকালে সন্তানের ধারায় সুখে শান্তিতে থাকতে পারে কিন্তু কিছু আবদ্ধ সন্তান রয়েছে যারা সেই বিষয়টি মনে রাখতে চায় না যে তারা একসময় ছোট ছিল তাদের বাবা-মা তাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে শুধুমাত্র বৃদ্ধকাল একটু ভালো থাকার জন্য এদিকে বাবা-মাও একটা লাভ করেছে যে বৃদ্ধকালে তার সন্তান তাকে আদর যত্ন স্নেহে ভালোবাসা দিয়ে রাখবে এদিক দিয়েও বাবা-মা সন্তানকে আদর করে পরবর্তীকালে সুখে থাকার জন্য তেমনি সন্তানরাও সেই সম্মানটুকু তাদের করেন করেন না তাইতো তারা মানুষ নামে কলঙ্ক তাই তো কবির  ভাষায় পৃথিবীটা বড়ই আজব কেউ কারো নয় স্বার্থ ছাড়া দুনিয়া চলে না।
                                            ..............আফসোস 
                                          পৃথিবীর মানুষ বড়ই আজব

কবে যে  আমাদের এই পৃথিবীতে স্বার্থকে না ভেবে শুধুমাত্র মনুষত্ববোধ কে ভাববে মানুষ 

                                                    



No comments:

Post a Comment

The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...