Friday, April 2, 2021

সফল ফ্রিল্যান্সার

কিন্তু
একজন লোগো ডিজিইনার লোগো বুঝবে না এটা কেবল বাংলাদেশেই সম্ভব।
কারণ যারা ফটোশপ শিখে নিজেকে ডিজাইনার মনে করে তারা ১ লাখ ডলার এর লোগো দেখে বলবে,
আমি এটা ১০ টাকায় করে দিতাম এটাই স্বাভাবিক।
কারণ সে ফটোশপ জানে কিন্তু লোগো কী জিনিস জানে না।
যে কোনো লোগো হয়ে যাওয়ার পর মনে হবে ,
এ আর এমন কী! তবে এসব লোগোর জন্য কেন এত টাকা দেওয়া হয় তা কি ভেবে দেখেছেন?
আপনি যদি একটুখানি পড়াশোনা করতেন তা হলে এমন মূর্খের মতো কথা বলতেন না।
লোগো মানেই সেখানে কোম্পানি চাইবে তাদের সব কিছু ওর মধ্যে থাক।
তা আপনার মতো ডিজাইনার বুঝুক ছাই না বুঝুক।
আমি শুধু অ্যাপল এর টা বলি।
https://priyorent.com/

ডিজাইনার রব ইয়ানভফ, যিনি বিশ্ববিখ্যাত অ্যাপল কোম্পানির লোগো তৈরি করেছেন,
তিনি এই লোগোর পেছনের গল্প ব্যাখ্যা করেছেন এভাবে,
“আমি এক ব্যাগ ভর্তি আপেল কিনেছি এবং আপেলগুলো একটি বাটিতে রেখেছি এবং এক সপ্তাহ ধরে তাদের এঁকেছি, তারপর তার মাঝে থেকে সহজ কিছু বের করে আনার চেষ্টা করেছি,
কিন্তু তেমন কিছু তৈরি করতে পারিনি। নিরীক্ষার অংশ হিসেবেই, আপেলে একটি কামড় (বাইট) বসাই এবং সম্পূর্ণ কাকতালীয়ভাবে আমি অনুভব করি, কামড় (bite) কম্পিউটারের ‘বাইট’ (byte) এর মতোই শোনাচ্ছে।”
তবে একটু কষ্ট করলে জানাটাও কিন্তু এত কঠিনও না।
কোনো কিছু শুরু করার আগে বেসিক ইনফোগুলো জানুন,
তাহলে অন্তত নিজে ৫ ডলার এর জায়গায় ৫০০ ডলার চাওয়ার সাহসটা করতে পারবেন।
শাওমির লোগো ডিজাইন নিয়ে এতো তুলপাড় চলছে🙄🙄কিছু বাঙ্গালী লোগো ডিজাইন বিজ্ঞানীদের পোষ্ট আর কমেন্ট দেখে অবাক🥴🥴আবার পাড়ার নানাতো ছোট ভাইকেও দেখলাম নিজেকে Kenya Hara-র সাথে তুলনাও করছে এবং নিজের ডিজানকে এই লোগোর থেকে অনেক ভালো বলতেছেন🥸🥸আবার কেউ বলতেছেন ফ্রিতেও করে দিতেন😆😆নিজের ডিমান্ড বাড়ান তাহলে আপনাকে কেউ হাজার ডলার দিয়েও হায়ার করে ডিজাইন করিয়ে নিতে বাধ্য থাকবে✌✌
আর হ্যা এখানে এই সমালচনায়ও তাদের মার্কেটিং হয়ে যাচ্ছে মানে তাদের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে এবং গুগলেও অনেক সার্চ হচ্ছে এটা নিয়ে। যারা মার্কেটিং বুঝেন তারাই বুঝতে পারবেন।

1 comment:

The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...