Thursday, December 30, 2021

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে মেধাবী এ শিক্ষার্থীর। বিষয়টি নজরে এলে তার পাশে দাঁড়ান মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। সাইদুলকে ভর্তির জন্য ব্যক্তিগতভাবে নগদ ২০ হাজার টাকা দেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল কাদের উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাইদুল ইসলামের ছেলে। তিন ভাই বোনের মধ্যে কাদের দ্বিতীয়। ছোটবেলা থেকেই কাদের ছিলেন মেধাবী। স্থানীয় কুমরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২০ সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান।
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫২২তম হয়ে ‘ইংরেজি ভাষা’ বিষয়ে ভর্তির সুযোগ পান। নাইদুলের বাবা সাইদুল ইসলাম প্রতিবন্ধী। তিনি অতিকষ্টে ধারদেনা করে কাদেরের পড়াশোনার খরচ বহন করেছেন। কিন্তু কয়েক বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধারদেনা করে কোনোরকম সংসার চললেও সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় করতে পারছিলেন না। পরিবারের অভাব অনটনে কাদের এসএসসি পরীক্ষা পাস করার পর থেকে নিজের পড়াশোনা চালাতে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাতে শুরু করেন। প্রতিদিন একটি ভাঙা সাইকেল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে টিউশনি করিয়ে লেখাপড়া করে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে থাকেন। মেধার যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তির সুযোগ পান। কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় করা সম্ভব নয়। এতে কাদেরের স্বপ্ন ভেঙে পড়তে শুরু করে। অনিশ্চিত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি। বিষয়টি জানতে পারেন মিঠাপুকুরের ইউএনও ফাতেমাতুজ জোহরা। তিনি তাকে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে যোগাযোগ করার জন্য বলেন ইউএনও। ধন্যবাদ । অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।💜🌺

Monday, December 13, 2021

আজকের তাজা খবর

নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইল। বাঙ্গালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের BMW গাড়িটি দেখিয়ে বললেন, ওটি গ্যারান্টি রাখতে পারেন। Bank manager গাড়ীর কাগজপত্র দেখে বাঙ্গালি বাবুকে 50,000/ টাকা Loan দিতে রাজি হলেন। বাঙ্গালি বাবু ৫০,০০০ টাকা নিয়ে চলে গেলেন। এক কোটি টাকার গাড়ী মাত্র ৫০০০০ টাকায় বন্ধক রেখে যাওয়াতে ব্যাংকের কর্মচারীরা বাঙ্গালির বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন। দুই মাস বাদে, বাঙ্গালি বাবু ব্যাংকে এসে নিজের গাড়ী ফেরত চাইলেন এবং ৫০,০০০ মূল আর ১২৫০ টাকা সুদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিলেন।
ম্যানেজার থাকতে না পেরে জিগ্যেস করলেন, "Sir, কোটিপতি হয়েও মাত্র ৫০,০০০ টাকার জন্য নিজের BMW গাড়ী কেন বন্ধক রাখতে হলো একটু বলবেন? বাঙ্গালি বাবু, দেখুন- আমার দুই মাস ের জন্য আমেরিকা যাওয়ার দরকার ছিল। কলকাতা থেকে মুম্বাই এসে গাড়ি parking করা নিয়ে সমস্যায় পড়েছিলাম। Parking ওয়ালারা দুই মাসের জন্য ২০,০০০ টাকা চাইছিল। আপনার এখানে মাত্র ১,২৫০ টাকায় আমার কাজ হয়ে গেল। গাড়ি টাও secured থাকল। তাছাড়া আপনি ৫০,০০০ টাকাও দিলেন খরচ করার জন্য। ধন্যবাদ। ম্যানেজার বেহূঁশ 😬😵। 🚘 এটাই বাঙ্গালির বুদ্ধি !!! 🚘

Friday, November 5, 2021

যেকোনো পরীক্ষার কমন উপযোগী 50টি গুরুত্বপূর্ণ MCQ:

যেকোনো পরীক্ষার কমন উপযোগী 50টি গুরুত্বপূর্ণ MCQ: ০১. বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে – ২০২১ সালে ০২. বর্তমান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। ০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮। ০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে) ০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়। ০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল। ০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে। ০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন। ০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে। ১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়। ১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান। ১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য। ১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর। ১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড। ১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া) ১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট " ১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে। ১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে) ১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান ২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন। ২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে। ২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার। ২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম। ২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে। ২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"। ২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার। ২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া। ২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর। ২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal. ৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)। ৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে। ৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি। ৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন। ৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩৩ টি। ৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম। ৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। ৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে। ৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন। ৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ। ৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন। ৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে র নতুন মহাসচিব - কুমি নাইডো। ৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"। ৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর। ৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি। ৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "। ৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে। ৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড। ৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। ৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।

Saturday, October 2, 2021

নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি। রাকিব-তামিমার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথিতে জালিয়াতি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে (পিবিআই) এসব বিষয় উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেছেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নম্বর আসামি তামিমা সুলতানার ইসলামী শরীয়ত মোতাবেক ৩ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের তোবা হাসান নামে এক মেয়ে রয়েছে। যার বর্তমান বয়স ৮ বছর। মামলা সূত্রে আরও জানা যায়, তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হইলে সেখানেই অবস্থান করেন। এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো। মামলায় বলা হয়, ‘চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে ২ নং আসামির (ক্রিকেটার নাসির) কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা বাদীর নজরে আসে। বাদী এই ধরনের ছবি দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পত্রিকায় এই বিষয়ে সংবাদ দেখে তিনি ঘটনার বিষয় নিশ্চিত হন।’ এ ছাড়া তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়, ‘তামিমা বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় নাসিরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নাসির বাদীকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার নিকট তামিমা আছেন। বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় তামিমার নাসিরকে বিয়ে করা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ। আসামির সঙ্গে তিনি অবৈধ বিয়ের সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, যা নিকৃষ্ট ব্যভিচার।’ অভিযোগে বলা হয়, ‘আসামিদের এরূপ অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে বাদী ও তার শিশু কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এহেন কার্যকলাপে বাদীর চরমভাবে মানহানি হয়েছে যা বাদীর জন্য অপূরণীয় ক্ষতি।’

Wednesday, August 4, 2021

<<<<<<<<<<<.কোন একজনের জীবনের বাস্তবতার গল্প.>>>>>>>>>>>

পৃথিবীতে মানুষ জন্মগতভাবে সুন্দর নয় এবং জন্মগতভাবেই কেউ লম্বা কেউবা খাটো
এতে অনেকে মন খারাপ করে থাকে যে আমি খাটো।কেউ কি কখনো ভেবেছি এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে. মানুষ ইচ্ছা করলে বললাম বা হতে পারে না কেননা জিনগত কারণ এবং সৃষ্টিকর্তার দ্বারাই মানুষ হয়ে যায়.....
স্বামী-স্ত্রীর দৈহিক মিলনের ফলে একজন সন্তান জন্মগ্রহণ করে কিন্তু জিনগত কারণেই সন্তানটি হয়ে যায় খাটো কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি কিউট হয় খাটো মেয়ে রা খাটো মেয়েরা কেনো এতো কিউট হয় তা আজ আপনাদের বলবো: খাটো মেয়েদের আদর করার সময় জড়িয়ে ধরলে তারা ছেলেদের বুকে মাথা রেখে সহজেই হার্ট বিট শুনতে পারে, যা কিনা লম্বা মেয়েরা পারে না! খাটো মেয়েদের যদি সুন্দর করে সাজানো হয় তাহলে তাদের একদম পুতুলের মত লাগে, যা কিনা লম্বা মেয়েদের ক্ষেত্রে সম্ভব না!😘🥀 বিশেষ করে খাটো মেয়েগুলো বেশি রাগি প্রকৃতির হয়। আর তারা বয়ফ্রেন্ড ধরে পিটাতে পছন্দ করে। খাটো মেয়েরা অনেক অনেক দুষ্টু হয়। তারা খুব দুষ্টুমি করতে পছন্দ করে। সারাক্ষণ তারা লাফালাফি, দৌড়াদৌড়ি, নাচানাচি, মারামারি আর খেলা করে বেড়ায়। লম্বা মেয়েরা এগুলো করতে তেমন পছন্দ করে না।আর হ্যা, সবচেয়ে বড় কথা হলো খাটো মেয়েরা সবসময় বাচ্চা বাচ্চা টাইপের হয়!😍🌸 এরকম আরো অনেক আছে, ..........................>>>>>>>

Monday, July 26, 2021

আচ্ছা,শ্রুতি বিয়ের পরে মেয়েদের বাচ্চা হয় কিকরে

-আচ্ছা,শ্রুতি বিয়ের পরে মেয়েদের বাচ্চা হয় কিকরে.....???? বাসর ঘরে সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পড়লো প্রতিশ্রুতি !!!!এটা কার সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওকে...!! ---কি হলো,কথা বলছো না কেন....তুমি রাগ করলে নাকি....??? ---না,রাগ করার কি আছে,আমি রাগ করবো কেন (নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে চরম অনিচ্ছা সত্ত্বেও একটু মুচকি আসলো প্রতিশ্রুতি...) ---তাহলে বলো না,কিভাবে হয় মেয়েদের বাচ্চা...?? (এই প্রশ্নের কি উত্তর দেবে প্রতিশ্রুতি....??আচ্ছা প্রথম ওর সাথে মজা করছে না তো!দেখতে ভীষণ সহজ সরল ইনোসেন্ট....যেন ভাজা মাছ উল্টে খেতে জানে এমন টাইপের ছেলে সে!ওর সারল্য আর সততা দেখেই বাবা মা সমন্ধটা করে।কিন্তু সরল বলে কোনো মানুষ এতোটাও সরল হতে পারে যে স্বামী স্ত্রীর শারিরীক সম্পর্কের মানে বোঝে না....এটাও কি এ যুগে সম্ভব।স্ত্রীর সাথে মজা করার মতো মানুষ নয় প্রথম এটা খুব ভালো করেই জানে প্রতিশ্রুতি!!) প্রতিশ্রুতি লক্ষ্য করছে ওর স্বামীর হাত কাঁপছে... ----কি হলো আপনার হাত কাঁপছে কেন...??আপনি কি কোনোভাবে ভয় পেয়ে আছেন!? ---না না,ভয় পাব কেন...এটা আমার অনেক আগের একটা রোগ বলতে পারেন। ---রোগ..... কিসের রোগ....???? ---মেয়েদের কাছাকাছি গেলেই কেন জানি না হাত পা কাঁপে আমার.....জানিনা কেমন হয় এটা....!! ---হাহাহা!!কেন আগেও কাছাকাছি গিয়েছিলেন নাকি কোনো মেয়ের?? (কাছে আসবেই না কেন, এমন গুড লুকিং পুরুষের কাছাকাছি মেয়েরা না এসে থাকতে পারে,ওর সরল ইনোসেন্ট চেহারার ভেতরে একটা দারুণ হট ভাব কাজ করে) ---আরে না,,কি যে বলো না তুমি!!তবে অনেকেই কাছে আসতে চেয়েছিলো....কিন্তু আমার দুরবস্থা দেখে তারা নিজেরাই পালিয়ে যায়... (লজ্জামিশ্রিত হাসি দিয়ে) (এতো দুঃখের মাঝে স্বামীর গামবাটের মতো কথা শুনে হাসি পাচ্ছে শ্রুতির) ---ওহহহ,,তাই!!আচ্ছা আপনি সত্যিই জানেন না,কিভাবে বাচ্চা হয়... ---না,জানি না!! ----এই যে ধরুন আমার বিয়ে হয়েছে আপনার সাথে।এখন কিছুদিন পরেও
আমিও কোনো বাচ্চার মা হবো...কিন্তু সেটা এমনি এমনি তো হবে না,তার জন্য আপনাকে সাহায্য করতে হবে আমায়!(লজ্জা শরমের মাথা খেয়ে কথাটা বলেই ফেললো শ্রুতি,এমনিতেও ও লাজুক প্রকৃতির মেয়ে নয় মোটেও) -----সাহায্য...কি রকম সাহায্য...??? শ্রুতি ওর স্বামীর আরো কাছে গেলে... তারপর ওর সাদা শার্টের বোতামের ওপরে হাত দেয়... ---আগে এটাকে খুলতে হবে.... ---কেন,এটা খুলতে হবে কেন?? ---আরে খুলুন না,,আমি যা বলবো এখন চুপচাপ তাই করবেন....আর কোনো কথা নয়! প্রথম তার শরীরের ওপর থেকে শার্ট আর কালো ব্লেজারটা খুলে নিলো!শ্রুতি তাকে একটা টান মেরেই নিজের ওপরে ফেলে দিলো...মূহুর্তেই হকচকিয়ে উঠলো প্রথম। ---আহহ!এটা কি করছো তুমি....??? ---খুব লজ্জা করছে তাই না,আচ্ছা নিজের চোখ দুটো বন্ধ করুন।তবে আর লজ্জা করবে না। এই বলে শ্রুতি প্রথমের জিন্সের বেল্টের ওপরে হাত দিলো...বেল্টটা খুলে নিলে সে...ওর হাতের স্পর্শে সাপের মতো মোচড়াতে লাগলো প্রথম। এরপরে জিন্সটা নিচে টান দিয়ে খোলার চেষ্টা করতেই শ্রুতির ওপর থেকে লাফ দিয়ে উঠে পড়লো প্রথম!! ---ছি ছি ছি!তোমায় ভালো মেয়ে মনে করেছিলাম আমি।এ কি অসভ্যতা করছো তুমি..!??আমার জামা কাপড় খুলে কি করতে চাইছো এসব...???আমি থাকবোনা এই ঘরে.... (এই বলে ঘর থেকে বেরিয়ে গেলো প্রথম,,শ্রুতি ওর চলে যাবার দিকে চেয়ে রইলো!এমনিতেও সারাটা দিন ভীষণ ঝামেলার ভেতরে পার হয়েছে...প্রচুর ঘুম পাচ্ছে তার।একরাশ হতাশা আর ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লো সে!স্বামীর জন্য আর অপেক্ষা করলো না!আর অপেক্ষা করেই বা কি হবে... এমন হাবাগোবা মানুষের সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওর,,না জানি ভাগ্যে কি আছে!!) - - - - সকাল বেলা ঘুম ভাঙতেই দেখতে পায় প্রথম বিছানায় নেই....ভাবলো হয়তো সে আগেই উঠে গেছে।হঠাৎ বিছানার ওপরে রাখা টিভি রিমোর্টের ওপরে চাপ পড়তেই টিভিটা অন হয়ে গেলো...নিউজ চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে....ঘটনাটা হলো-একটা মেয়েকে গতকাল রাতে ধর্ষণ করা হয়েছে...আর সেটা কোনো সিরিয়াল রেপিস্টের কাজ।যে কিনা প্রতিদিন রাতে সবার আড়ালে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে।পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিস পায় নি।কিন্তু এইবার সেই সিরিয়াল রেপিস্টকে শনাক্ত করা যাবে হয়তো।কারণ মেয়েটার লাশের পাশেই একটা ঘড়ি পাওয়া গেছে।পুলিশের ধারনা এটা ঐ রেপিস্টের ঘড়ি।জুম ক্যামেরায় ঘড়িটা দেখানো হচ্ছে..... প্রতিশ্রুতি অবাক হয়ে গেলো ঘড়িটা দেখে.... ----হে খোদা!এটা কি দেখছি আমি.... এই ঘড়িটাই তো গতকালকে প্রথমের হাতে দেখেছি আমি.....তবে কি ও...... না না.....সেটা কিকরে সম্ভব.....????? (নিজেকে নিজে প্রশ্ন করে প্রতিশ্রুতি!!) চলবে...... প্রথম প্রতিশ্রুতি পর্ব-----০১ মূল ভাবনা। কাহিনী। নির্মাণ : প্রদীপ চন্দ্র তিয়াশ।

Thursday, June 24, 2021

অবুঝ ভালোবাসার গল্প

তাহলে পরীক্ষার পর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এতো বছর অপেক্ষা করলাম। আর মাত্র কয়েকটা মাস থাকতে পারবো না? বন্ধুকে ধন্যবাদ দিয়ে খেলার মাঠে গিয়ে বসলাম। অনেকেই খেলছে। ছোট বড় সবাই। কি জানি একটা মনে হতেই তিথির বাসার দিকে তাকালাম। দেখি বেলকনি থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ওর দিকে তাকাতে দেখে একটু হাসি দিল। তখন মনে হলো ওটা একটা নিষ্পাপ মেয়ের হাসি। যা শুধু আমার জন্যেই লেখা আছে। আমি যে তিথিকে ভালবাসিনা তা নয়। আমিও ওকে খুব ভালবাসি। কিন্তু আমার এই ভালবাসার কোন ভবিষ্যৎ নেই। তাই ইচ্ছে করলেও ওকে মনের কথা বলতে পারিনা। সে যাই হোক অনেক কষ্টে এক বছর কাটিয়ে চাকরী জুটিয়ে নির্দিষ্ট দিনে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হলাম। একবার তিথিকে দেখার খুব ইচ্ছে হলো। তাই ওর বাসার সামনে গিয়ে দাড়ালাম। নিচে থেকে একটা ঢিল ছুড়ে মারলাম। একটু পরে তিথি এসে নিচে আমায় দেখে অবাক হয়ে যায়। আমাকে দাড়াতে বলে ও তাড়াতাড়ি করে নিচে নেমে এলো। ও ভাবতেই পারেনি আমি ওর সাথে এভাবে দেখা করবো। আমার হাতে ব্যাগ দেখে বলল, "ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো?" আমি বললাম, "অনেক দুরে চলে যাচ্ছি। শেষ বার তোমাকে দেখতে ইচ্ছা হলো। তাই দেখতে এলাম।" __শেষ বার মানে? __আর কখনো ফিরে আসবো না। তাই। __আমাকে ভালবাসো? __অনেক। __তাহলে ফেলে চলে যাচ্ছো কেন? __তোমাকে নিয়ে যাওয়ার সাহস নেই তাই। __আমাকে ছাড়া থাকতে পারবে? __না। তবে চেষ্টা করবো। চেষ্টা করতেই হবে। __থাক। আর কিছু ত্যাগ করতে হবেনা। আমিও তোমার সাথে যাবো। __সত্যি যাবে? __হ্যা পাগল সত্যি। __তোমার বাবা মা কিছু বলবেনা? __আমিও তোমার মতো লুকিয়ে যাব। কেউ জানবেনা। __আচ্ছা চলো। দুটি বন্দি পাখি খাঁচা মুক্ত হয়ে নিজেদের দুনিয়ায় নিজেদের ইচ্ছামত বাঁচতে চায়। যেখানে কোন বাধা দেওয়ার মানুষ নেই। কষ্ট দেওয়ার মানুষ নেই। এবার তারা তাদের দুনিয়া নিজেরাই গড়ে তুলবে। যেখানে শুধু দুজনের প্রতি ভালবাসা থাকবে। দুনিয়ার সব ভালবাসা গুলো এভাবেই বেঁচে থাকুক। আমার গল্প গুলো পড়ে আমার পাশে থাকবে সবসময় ধন্যবাদ

The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...