Wednesday, August 4, 2021

<<<<<<<<<<<.কোন একজনের জীবনের বাস্তবতার গল্প.>>>>>>>>>>>

পৃথিবীতে মানুষ জন্মগতভাবে সুন্দর নয় এবং জন্মগতভাবেই কেউ লম্বা কেউবা খাটো
এতে অনেকে মন খারাপ করে থাকে যে আমি খাটো।কেউ কি কখনো ভেবেছি এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে. মানুষ ইচ্ছা করলে বললাম বা হতে পারে না কেননা জিনগত কারণ এবং সৃষ্টিকর্তার দ্বারাই মানুষ হয়ে যায়.....
স্বামী-স্ত্রীর দৈহিক মিলনের ফলে একজন সন্তান জন্মগ্রহণ করে কিন্তু জিনগত কারণেই সন্তানটি হয়ে যায় খাটো কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি কিউট হয় খাটো মেয়ে রা খাটো মেয়েরা কেনো এতো কিউট হয় তা আজ আপনাদের বলবো: খাটো মেয়েদের আদর করার সময় জড়িয়ে ধরলে তারা ছেলেদের বুকে মাথা রেখে সহজেই হার্ট বিট শুনতে পারে, যা কিনা লম্বা মেয়েরা পারে না! খাটো মেয়েদের যদি সুন্দর করে সাজানো হয় তাহলে তাদের একদম পুতুলের মত লাগে, যা কিনা লম্বা মেয়েদের ক্ষেত্রে সম্ভব না!😘🥀 বিশেষ করে খাটো মেয়েগুলো বেশি রাগি প্রকৃতির হয়। আর তারা বয়ফ্রেন্ড ধরে পিটাতে পছন্দ করে। খাটো মেয়েরা অনেক অনেক দুষ্টু হয়। তারা খুব দুষ্টুমি করতে পছন্দ করে। সারাক্ষণ তারা লাফালাফি, দৌড়াদৌড়ি, নাচানাচি, মারামারি আর খেলা করে বেড়ায়। লম্বা মেয়েরা এগুলো করতে তেমন পছন্দ করে না।আর হ্যা, সবচেয়ে বড় কথা হলো খাটো মেয়েরা সবসময় বাচ্চা বাচ্চা টাইপের হয়!😍🌸 এরকম আরো অনেক আছে, ..........................>>>>>>>

No comments:

Post a Comment

The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।

কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...