Friday, May 28, 2021
Husband verification
তার সাথে প্রথম দেখা হয়ে ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসে।
সে আমার এক আত্মীয়ের খালাতো
ভাই ছিল।প্রথম দেখা হয়েছিল আমাদের বাসায় তাদের দাওয়াত ছিল।তখন তার সাথে আমি কথা
বলিনি আমার খুব লজ্জা লাগতো বাসায় কোনো মেহমান আসলে।
পরে আরো কয়েক বার দেখা হয়েছিল
তখন তাকে আমি ভাইয়া ডাকতাম 😑তারপর ২০১৯ এর রমজান এর ঈদের সময় শুনলাম তার
গ্রার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করেছে তাকে ঠকিয়ে। তার কষ্টের গল্প শুনার জন্য আমি
আমার বড় আপু আর যেই ভাইয়ার সাথে আমাদের বাসায় এসেছিল সেই ভাইয়া আমরা তিনজন কেএফসি
তে বসে দুই ঘন্টা তার কষ্টের গল্প শুনলাম।
অবশ্য আমার খেয়াল টা বেশি খাওয়ার প্রতি
ছিল তার গল্পের প্রতি না😁😁😁 তারপর থেকে প্রায় তার সাথে আমার ফেসবুকে কথা হত।তাকে
আমি সান্তনা দিতাম প্রায়।যখনি অনলাইনে ডুকতাম তখনি তার সাথে কথা হত।প্রায় একটা রং
নাম্বার থেকে মেসেজ আসতো আমাকে পছন্দ করে, ভালোবসে ফেলেছে,ভয়ে বলতে পারছেনা এই
ধরনের। আমি মেসেজের ধরন দেখে কিছুটা অনুমান করছিলাম এটা সেই হতে পারে।ফেসবুকে তার
সাথে যখন কথা বলতাম কিছুটা অনুমান করলাম সে আমাকে পছন্দ করে
। আমারো ভালো লাগা শুরু
হলো।ফেসবুকেই একদিন আমাকে সে প্রপোজ টা করে দিল আর ওই ফোন নাম্বার টাও নাকি তার
ছিল।আমি কিছুক্ষণ পরে হ্যা বলে দিলাম😆সেদিন সে আমাকে প্রমিজ করালো আমি যেন তাকে
কখনো ছেরে না যাই।সম্পর্কের দুইদিনের মাথায় বাসায় ধরা পরে যাই আপুর কাছে।বাসা থেকে
পুরোপুরি কঠিন ভাবে বলে দিল প্রেম চলবে না বিয়ে হলে হবে না হলে না 🤐 আমার আব্বু
প্রথম সময় রাজি ছিলোনা।
আমার বাবাকে আমার আম্মু আর বড় আপু রাজি করিয়েছে আর তার
বাবাকে তার আম্মু আর তার ছোটবোন রাজি করিয়েছে। অবশেষে আমাদের বাসায় তার বাসা থেকে
বিয়ের প্রস্তাব এসেছে ।
২০১৯ এর ডিসেম্বরের ২৫ তারিখ আমাদের এনগেজমেন্ট হয়।সম্পর্কে
র ৫ মাস পরে এনগেজমেন্ট আর এনগেজমেন্ট এর চার মাস পর ২০২০ এর মে মাসের ২৯ তারিখ
বিয়ে হয়।বিয়েতে দুই পরিবার অনেক খুশি হয়েছে।আমাদের মধ্যে বিয়ের আগে অনেক ঝগড়া হত
তখন মনে হত বিয়ে অব্দি সম্পর্ক মনে হয় আগাবে না।আলহামদুলিল্লাহ
বিয়ের পর এখন আর
ঝগড়া হয়না।ভালো জামাই হতে হলে যা যা গুন থাকা লাগে সব গুনই আছে শুধু রাগটা বেশি
😄😄😄 খুব কেয়ার করে,বাসায় যতক্ষণ থাকে কি খাচ্ছি না খাচ্ছি সবদিকে খেয়াল রাখে,
আমার পছন্দ অপছন্দ সব দিকেই তার খেয়াল।আল্লাহর কাছে যেমন চেয়েছিলাম তেমন একজনকে
আল্লাহ আমার জীবনে দিয়েছে🥰
Subscribe to:
Posts (Atom)
The entire Privacy Policy of sotiksomay. is an integral part of the “Terms of Use”. All clauses in t
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...
-
কাদেরের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও।💜 রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে আব্দুল কাদের।...
-
তাহলে পরীক্ষার পর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এতো বছর অপেক্ষা করলাম। আর মাত্র কয়েকটা মাস থাকতে পারবো না? বন্ধ...
-
নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইল। বাঙ্গাল...